রাজধানীর শাহজাদপুরে বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত সৌদিয়া আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়া ওরফে এমদাদ সাগরের (৩২) মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হোটেলটিতে আগুনে চারজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।
নিহত সাগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মৃত জারু মিয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।