ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পরকীয়া সন্দেহে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যান মো. আমীর হোসেন। বুধবার (৫ মার্চ) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে আমীর এ কথা জানান।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রিপন দাস জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমীর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে আমীর হোসেন পুলিশের কাছেও ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্ত্রী জ্যোতি আক্তার পরকীয়া করে বলে সন্দেহ করতেন আমীর হোসেন। গত ১ সপ্তাহ আগে তিনি শ্বশুর বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী অন্য একটি ছেলের সঙ্গে বেডরুমে বসে আছেন। এ ঘটনায় পরে স্ত্রী জ্যোতি তার কাছে ক্ষমা চায়। আমীর হোসেন স্ত্রীকে বাড়িতে চলে যাওয়ার কথা বললে জ্যোতি এতে আপত্তি করেন।