নিখোঁজের তিন দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি মোঃ সোবেল মিয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদুল ইসলাম বিশাল উপজেলার ফান্দাউক গ্ৰামের নজরুল ইসলামের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ফান্দাউক বাজারে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাহমুদুল ইসলাম। পরে সোমবার সকালে কয়েকজন লোক বলভদ্র নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো। আজ লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *