আখাউড়ায় সরকারি স্কুলের জায়গা দখল ও বিক্রয়ের অভিযোগে মানববন্ধন।

জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত সরকারি জায়গা দখল ও বিক্রয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় অন্তত অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা।

মানববন্ধনে বক্তারা জানান, আখাউড়া পৌরসভা থেকে বিদ্যালয় নির্মাণের জন্য রাধানগর মৌজা ও বড় বাজার এলাকায় সাইনবোর্ড টানানো হয়েছিল। তবে ৫ আগস্টের পরপরই সাইনবোর্ডটি রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়। এলাকাবাসীর দাবি, জায়গাটি সরকারি খাসজমি হলেও স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভূয়া কাগজপত্র তৈরি করে জমি ক্রয়-বিক্রয়ের চেষ্টা চালাচ্ছেন।

অভিযোগকারী মিঠু ভূইয়া বলেন, “২০১৫ সালে স্কুলের নামে জমিটি ভরাট করা হলেও আজ পর্যন্ত এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। বরং রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু মানুষ দলীয় পরিচয়ের আড়ালে জমিটি নিজেদের দখলে নিয়েছে।”

অন্যদিকে ওয়াসিম মিয়া অভিযোগ করেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মানিক মিয়া ও বিএনপি নেতা হারুন মিয়াসহ কয়েকজন ব্যক্তি সরকারি স্কুলের নির্ধারিত জমি দখল করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা হারুন মিয়া জানান, “আমরা বৈধভাবে ক্রয়সূত্রে ৬২ শতক জমির মালিক হয়েছি। শরীক ফারুক গং-এর আরও ৮ শতক জমি রয়েছে। এখানে কোনো স্কুলের জায়গা নেই।”

এলাকাবাসী জানান, স্কুল প্রতিষ্ঠার দাবিতে তারা প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামবেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *